শুধু ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না। - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।শুধু ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না। কঠিনভাবে পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে হবে।মঙ্গলবার(৬ আগস্ট)বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন,ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।তিনি বলেন,কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।সভায় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল, তা খুঁজেও পাওয়া যেত না।

Top