মির্জাগঞ্জে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ভ্রমন বিল ইউএনও’র অফিস সহকারীর পকেটে
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতনিধি:পটুয়াখালী জলোর মির্জাগঞ্জ উপজলো উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম কম্পউিটার অপারটের মরিাজুল ইসলামরে বরিুদ্ধে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নামে ভ্রমন বিল বাবদ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানা যায়, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে উপজেলা নির্বাহী অফিসে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারী জয়ন্তী রানীর নামে ৩টি বিলে ১৮ হাজার ৩শত নব্বই টাকা, নাসির উদ্দিনের নামে ৫টি বিলে ৪১হাজার ৩শত নব্বই টাকা, , আব্দুর রহমানের নামে ১৬ টি বিল বাবদ ১ লক্ষ ৭৪হাজার ২৮০ টাকা ও রুবেলের নামে ১০ টি বিল বাবদ ১লক্ষ ১২ হাজার ৬শত ৭০ টাকা ঝাড়–দার বেগমের নামে ৫টি বিল বাবদ ৫১ হাজার ৪০টাকা গোলাম রব্বানির নামে ৫টি বিল বাবদ ৬২টি হাজার ৫শত ৭০ টাকা ওয়ালিউল্লার নামে ৩টি বিলে ১৭ হাজার বিশ টাকা ভ্রমন বিল বাবদ উত্তোলন করে আত্মসাত করেছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করা শর্তে একাধীক ভূক্তভোগী জানান,নিজউপজেলায় মিরাজুল চাকুরী করার সুবাদে ক্ষমতার দাপট দেখিয়ে একের পর একঅনিয়ম করে যাচ্ছে। তার বিরুদ্ধে অফিসের কেউ ভয়ে কথা বলতে সাহস পায়না। অমাদের না জানিয়ে দুই অর্থবছরে ভ্রমন বিলের টাকা উত্তোলন করেআত্মসাত করে তিনি।এ বষিয়ে অভযিুক্ত মরিাজুল ইসলামের সাথে মুঠোফোনে (০১৭৫২১৫৪০৬৩)বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিফ করেনি।এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজলো নির্বাহী অফিসার মো.সরোয়ার হোসনে জানান,আমি এই বষিয়ে কছিুই জাননিা। এবং কোন লিখিত অভিযোগ পায়নি।