সারা দেশের ১৫৪ প্রভাষককে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশের ১৫৪ প্রভাষককে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সারা দেশের ডিগ্রি কলেজে কর্মরত ১৫৪ প্রভাষককে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

তিনি বলেন, এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে না পেরে ডিগ্রি কলেজের ১৫৪ প্রভাষক আবেদনের সুযোগ প্রদান ও এমপিও প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুটি রিট দায়ের করেন। পরে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে দেশের বিভিন্ন জেলার ডিগ্রি কলেজের ১৫৪ প্রভাষককে এমপিওভুক্তির আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দেন আদালত।রিট পিটিশনাররা হলেন- আমরানুল হাসান, ওসমান গণি, মোহাম্মদ জেলহক, তোফাজ্জল হোসেন, স্বপন চক্রবর্তী, গোলাম কবির হাসান সিদ্দিক, নুরুল ইসলাম, একরামুল হক, মামুনুর রশিদ ও রেজবানা খাতুনসহ বিভিন্ন জেলার মোট ১৫৪ প্রভাষক।

Top