ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা শাহজাহান ওমর - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা শাহজাহান ওমর


আলোকিত বার্তা:বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে দলের চেয়ারপারসনের প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।গত রোববার (২৮ জুলাই) রাতে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন শাহজাহান ওমর। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সাফারাত ওয়াসিউদ্দিনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।এ ছাড়া হৃদরোগে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও ভর্তি আছেন ইউনাইটেড হাসপাতালে। তাকে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছে।

Top