শুরু ২৯ জুলাই ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু ২৯ জুলাই ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা


আলোকিত বার্তা:৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ২৯ জুলাই থেকে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি।সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।৩৮তম বিসিএসে লিখিত পরীক্ষায় ১৪ হাজার ৫৪৬ জন অংশ নিলেও পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তারাই এখন মৌখিক পরীক্ষা দেবেন।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

Top