ইউক্রেনে রুশ অভিযান শুরু পর সর্বোচ্চ তেলের দাম
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ২০১৪ সালের পর এই প্রথম বিশ্ববাজারে তেলের দাম এতো বাড়ল।শুধু তেলের দাম নয়, জ্বালানি ও শেয়ারবাজারেও রুশ সামরিক অভিযানের প্রভাব সরাসরি পড়েছে । দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী লুহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর লল্ডনের ফিউচার মার্কেটে অপরিশোধিত তেলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছে যায়।ইউক্রেন সংকট নিয়ে চলতি সপ্তাহে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটির একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে।
বিশ্বে জ্বালানি তেল রপ্তানিতে সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। তবে রাশিয়াই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে। তাই ইউক্রেন-রাশিয়ার উত্তেজনা তেলের বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়া ইউক্রেনে স্থল ও বিমান হামলা শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য লিথুনিয়া ও বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেছে। এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।