রাজধানীতে পেট্রোল পাম্পে আগুন
আলোকিত বার্তা:রাজধানীর কল্যাণপুর এলাকাস্থ রাজিয়া পেট্রোল পাম্পে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার।
তিনি জানান,কল্যাণপুরে বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে রাজিয়া পেট্রোল পাম্পে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়। পরে আরো ২টি ইউনিট পাঠানো হয়।তিনি আরো জানান,তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়াচ্ছে।তবে ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন বলেও জানান তিনি।