১৭৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৭৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ


আলোকিত বার্তা:৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য প্রশাসন ক্যাডারের ১৭৭ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর,১৮৯৮’ অনুযায়ী এই কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা(এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ১৬৭টি কেন্দ্রে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ১০ জন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটদের আগামী ২৯ অক্টোবর ভোর সাড়ে ৪টায় পিএসসিতে রিপোর্ট করতে হবে।

Top