প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো,আপনাদের ক্ষমতা গেলো - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো,আপনাদের ক্ষমতা গেলো


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গতকাল(মঙ্গলবার)ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন‑আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি।আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন।প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো,আপনাদের ক্ষমতা গেলো।

বুধবার বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে ‑ আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রো রেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল আপনারা দেখবেন। এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারি করার জন্য।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।

Top