জলবায়ু-রোহিঙ্গা সমস্যার গুরুত্ব তুলে ধরা হবে বার্লিনে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু-রোহিঙ্গা সমস্যার গুরুত্ব তুলে ধরা হবে বার্লিনে


আলোকিত বার্তা:জলবায়ু ও রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা জার্মানির বার্লিনে আগামী ৪ জুন অনুষ্ঠেয় জলবায়ু ও নিরাপত্তা সম্মেলনে গুরুত্বের সাথে তুলে ধরা হবে।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন একটি ফোরাম যার লক্ষ্য জলবায়ুনীতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক নীতির উন্নয়ন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি প্রতিরোধমূলক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা,যেমন প্রাকৃতিক সম্পদ নিয়ে দ্বন্দ্ব,আসন্ন খাদ্য সংকট,সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্রবক্ষে ভূ-পৃষ্ঠের বিলীন হয়ে যাওয়া,বাস্তচ্যুতির ফলে পারিবারিক,আঞ্চলিক ও বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতা তৈরিসহ বিভিন্ন সমস্যা এই সম্মেলনে স্থান পাবে।এছাড়া,আগামী ৫ জুন অনুষ্ঠেয় ৪র্থ জার্মান-এশিয়া বাণিজ্য সংলাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।এ সংলাপ জার্মান ও এশিয়ার উদ্যোক্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মধ্যে ঘনিষ্ঠতা স্থাপনে সহায়ক হবে। সংলাপে মুক্ত বাণিজ্য, উদ্ভাবনী প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

Top