ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।


আলোকিত বার্তা:ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।রোববার (২৬ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে ঢাকার অতিরিক্ত কমিশনার (সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার হিসেবে বদলির আদেশাধীন) কে এম তরিকুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব কে এম আলী আজমকে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়।

Top