পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে
আলোকিত বার্তা:পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।শুক্রবার(৩০ অক্টোবর)জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাতে করোনা সংক্রমণ থেকে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর হেফাজত ও সুখ-শান্তি কামনা করা হয়।মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো.আনিছুর রহমান সরকারসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।এছাড়া,আজ দেশের সব মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উপলক্ষে বাদ জুমা দোয়া ও মোনাজাত করা হয়েছে।