অপরাধী যেই হোক,তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধী যেই হোক,তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর


আলোকিত বার্তা:অপরাধী যেই হোক,ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা.শফিকুল ইসলাম।শনিবার(৩ অক্টোবর)দুপুরে ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনারের(ডিসি)নবনির্মিত কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন,আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য।অপরাধী যেই হোক,ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।১০ নম্বর বংশাল রোডের লালবাগ বিভাগের ডিসির পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের বিপরীতে ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে লালবাগ ডিসির অফিসের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার(প্রশাসন)মীর রেজাউল আলম,অতিরিক্ত কমিশনার(ক্রাইম অ্যান্ড অপস)কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার(গোয়েন্দা)এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top