করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের পুনরায় টেস্টের প্রয়োজন নেই
আলোকিত বার্তা:যারা করোনায় আক্রান্ত হওয়ার পর ১৪ দিন পার করেছেন এবং কোনো উপসর্গ নেই বা সুস্থ হয়ে উঠেছেন তাদের পুনরায় করোনা টেস্ট করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।বুধবার(৫ আগস্ট)দেশের একটি শীর্ষ গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. ফ্লোরা বলেন,আগেই একদফা সরকারি নির্দেশনার মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হয়েছিল।তার পরও আমরা শুনছি সুস্থ হওয়ার পর কাজে যোগদানের সময় অনেক সরকারি-বেসরকারি অফিসে নেগেটিভ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। ফলে আমরা এ বিষয়ে আরেকটি সার্কুলার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ-কালের মধ্যেই ওই সার্কুলারটি দেয়া হতে পারে।