করোনা মহাবিপর্যয়ের মধ্যেই সারাদেশে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে
আলোকিত বার্তা:করোনা মহাবিপর্যয়ের মধ্যেই সারাদেশে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করে বন্যা মোকাবিলায় আগাম কার্যকরী প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।রোববার (৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।তারা বলেন, দেশের বড় বড় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় পানি ঢুকে পড়ছে। বিপর্যস্ত মানুষের ওপর নতুন বিপর্যয় ধেয়ে আসছে।
বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বন্যাপ্রবণ এলাকাগুলোতে বন্যাকালীন বিপর্যয় মোকাবিলার জন্য আগাম কার্যকরী প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানান।