মহামারির করোনাভাইরাসের কারণে দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহামারির করোনাভাইরাসের কারণে দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছে


আলোকিত বার্তা:মহামারির করোনাভাইরাসের কারণে দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসছে।দেশের সব জেলা ও বিভাগের প্রায় ৩০ হাজার মানুষের ওপর জরিপ পরিচালনা করে এই তথ্য প্রকাশ করেছে বিআইডিএস।বিআইডিএস গত ৫ থেকে ২৯ মে পর্যন্ত সময়ে অনলাইনে জরিপটি পরিচালনা করে। কোভিডের ছায়ায় বসবাস, খাপ খাওয়ানো, সমন্বয় ও প্রতিক্রিয়া শীর্ষক এক বিশ্লেষণী সংলাপে জরিপের ফল প্রকাশ করা হয়।
কোভিড-১৯ এর কারণে মানুষের আয় কমে গেছে, বেকারত্ব বেড়েছে। বিশেষ করে যাদের আয় কম, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।

প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুসারে, পাঁচ হাজার টাকার কম আয় করেন এমন ১৯ দশমিক ২৩ শতাংশ জানিয়েছেন- তাদের আয় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে এবং পাঁচ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে আয় করেন তাদের ২৩ দশমিক ৩১ শতাংশ জানিয়েছেন- গত মাসের আয়ের তুলনায় তাদের ৫০ শতাংশ আয় কমে গেছে।এদিকে, করোনার প্রাদুর্ভাবের কারণে গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের (এসএমই) উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ আগের বছরের তুলনায় ২০২০ সালে তাদের আয় ৬৭ শতাংশ হ্রাস পেয়েছে। সূত্র: ইউএনবি

Top