স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযানের কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
আলোকিত বার্তা:স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযানের কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৪ জুন) দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত টিমের পক্ষ থেকে এই চিঠি দেয়া হয়।জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি সপ্তাহে স্বাস্থ্য অধিদফতরের এক পরিচালকসহ চার কর্মকর্তাকে সরানো হয়েছে। রদবদল হয়েছে সচিব ও অতিরিক্ত সচিব পদে। স্বাস্থ্য অধিদফতরের বদলিকৃত পরিচালকের বিরুদ্ধে পরিকল্পনা ও কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার নাম ডা. ইকবাল কবির। তিনি বর্তমানে আইসুলেশনে থাকায় কারো সঙ্গে কথা বলছেন না। দুদকের অনুসন্ধানেও ডা. ইকবাল কবিরের নাম উঠে এসেছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে দুদক ইকবাল কবিরের যাবতীয় তথ্য চেয়েছে।
সম্প্রতি বদলি হওয়া একজন অতিরিক্ত সচিব জানান, কেনাকাটায় সিন্ডিকেট রয়েছে। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতেই থাকবে।পিপিই ও এন-৯৫ মাস্ক কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক থেকে শুরু হওয়া অনুসন্ধান টিম পুরো স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির সামগ্রিক একটি চিত্র তুলে আনতে চায় বলে জানা গেছে।দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যের টিম এ নিয়ে কাজ করছে। এ ছাড়া কয়েকটি সরকারি হাসপাতালে কেনাকাটায় হরিলুটের ঘটনা অনুসন্ধান ও তদন্তের সঙ্গে আগে থেকেই যুক্ত রয়েছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম ও তার নেতৃত্বাধীন টিম।