বাংলাদেশ পুলিশের আট হাজার ৫২০ জন সদস‌্য করোনা আক্রান্ত হয়েছেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের আট হাজার ৫২০ জন সদস‌্য করোনা আক্রান্ত হয়েছেন


আলোকিত বার্তা:বাংলাদেশ পুলিশের আট হাজার ৫২০ জন সদস‌্য করোনা আক্রান্ত হয়েছেন।তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)সদস‌্য ২ হাজার ৫০ জন।আক্রান্তদের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার জন সুস্থ হয়েছেন।আর মারা গেছেন ২৯ জন।শুক্রবার(১৯ জুন)পুলিশ সদর দফতর এ তথ্য জানিয়েছে।পুলিশ সদর দফতর জানায়,বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপির নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক(এআইজি-মিডিয়া)মো.সোহেল রানা জানিয়েছেন,করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কীভাবে দ্রুত সেরে তোলা যায়,আইজিপির নির্দেশে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তাদের সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

Top