ত্রাণ ও চাল আত্মসাতের কারনে একই ইউপির ৭ সদস্য বরখাস্ত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রাণ ও চাল আত্মসাতের কারনে একই ইউপির ৭ সদস্য বরখাস্ত


আলোকিত বার্তা:ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান ও একই ইউনিয়ন পরিষদের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৬৬ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২১ জন ইউপি চেয়ারম্যান, ৪২ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুই জন পৌর কাউন্সিলর।

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যরা হলেন গোপালপুর ইউপি’র ১ নং ওয়ার্ডের মোঃওবায়দুর রহমান,২ নং ওয়ার্ডের সদস্য মোঃ বাকিয়ার রহমান,৪ নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম শেখ,৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ রেজাউল করিম,৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ অলিয়ার রহমান,এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য স্বপ্না বেগম।

Top