করোনায় সুস্থ হয়েছেন ৭২ পুলিশ সদস্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় সুস্থ হয়েছেন ৭২ পুলিশ সদস্য


আলোকিত বার্তা:করোনা যুদ্ধে জয়ী হয়ে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন আরো ৭২ পুলিশ সদস্য।তবে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুষ্ঠু তদারকি আর সুচিকিৎসার জন্য তারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।করোনায় সুস্থ হওয়া এক পুলিশ সদস্য বলেন, চিকিৎসক, নাসরা আমাদের খুব যত্ন করেছেন। এখন সুস্থ আছি ভালো আছি।করোনায় সুস্থ হওয়া আরেক পুলিশ সদস্য বলেন, সবাই আমাদের অনেক টেককেয়ার করেছেন।

করোনাভাইরাসে দেশে মোট ১ হাজার ৫০৯ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৭০৮ সদস্য আক্রান্ত হয়েছেন।এদিকে করোনায় সাত পুলিশ সদস্য মারা গেছেন। বর্তমানে ২ হাজার ৮৭০ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ৪৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেই সঙ্গে ১১০ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।করোনার সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে। করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ।

Top