করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে নতুন ৩৯০ জন,মৃত্যু ১০জন।
আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে। মোট মৃত্যু ১২০।বুধবার(২২ এপ্রিল)দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা.নাসিমা সুলতানা বলেন,গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি।এরমধ্যে শনাক্ত হয়েছেন ৩৯০ জন। মোট শনাক্ত ৩ হাজার ৭৭২ জন।গত ২৪ ঘণ্টায় ১০ মৃত্যুসহ মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন।তিনি আরও বলেন,গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ,নারী ৩ জন।এদের মধ্যে ৭ জন ঢাকার।আর বাকি তিনজন ময়মনসিংহ,নারায়ণগঞ্জে ও টাঙ্গাইলের। বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন,৫১ থেকে ৬০ এর মধ্যে ২ জন,৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন,২১ থেকে ৩০ এর মধ্যে ২ জন।