চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এই ত্যাগ মনে রাখবে।
আলোকিত বার্তা:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা.মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন,এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এই ত্যাগ মনে রাখবে।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।অধ্যাপক ডা.মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে বুধবার(১৫ এপ্রিল)সকাল সাড়ে ৭ টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান।ডা.মঈন উদ্দিন ঢাকা মেডিকেলের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।
এদিকে ডা.মঈনের পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে সরকার।বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ।ডা.মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বুধবার (১৫ এপ্রিল) মহাখালী থেকে স্বাস্থ্য বুলেটিনে আজাদ বলেন,আমরা প্রধানমন্ত্রীকে এই বেদনার বিষয়টি অবহিত করি। তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন মরহুমের পরিবারের সব দায়-দায়িত্ব সরকার নেবে। এরইমধ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার তাড়াতাড়ি সেটি যেন পান প্রধানমন্ত্রী সে বিষয়েও আশ্বাস দিয়েছেন।