গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন ৫৪ আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০।এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৪ জন।মোট শনাক্ত সংখ্যা এখন ২১৮ জন।নতুন করে কেউ সুস্থ হননি।বুধবার(৮ এপ্রিল)স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের(আইইডিসিআর)পরিচালক অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮১ টি।এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১৬৫টি।নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ৩৯ জন,ঢাকার আশপাশের উপজেলায় ১ জন ও বাকিরা ঢাকার বাইরের।