করোনায় দেশের মানুষের ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় দেশের মানুষের ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে


আলোকিত বার্তা:করোনায় দেশের মানুষের ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।রোববার (২২ মার্চ) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাস বিষয়ে আমরা তো পরে, চীনও আগে জানত না। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এখন দেশের মানুষ যাতে আক্রান্ত না হয়, মানুষের যাতে ক্ষতি না হয়, তার দেখার দায়িত্ব আমাদের।

মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করতে প্রধান বিচারপতি আসতে বলেছিলেন। বৈঠকে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিরা উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকলেই পরিস্থিতির ব্যাপারে সারাক্ষণ মনিটরিং করব এবং এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে এই পদক্ষেপ নেয়ার প্রয়োজন।আমরা দেখেছি নিম্ন আদালতে লোকসমাগম অনেক হয়। ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) এবং সরকার বলেছেন, লোকসমাগম থেকে দূরে থাকার জন্য। সেজন্য প্রধান বিচারপতি হয়তো নিম্ন আদালতগুলোকে ডিরেকশন দেবেন’-যোগ করেন আনিসুল হক।তিনি বলেন, আদালত হয়তো বন্ধ করা হবে না। কিন্তু জরুরি বিষয় ছাড়া লোক সমাগম কীভাবে এড়ানো যায়, সে ব্যবস্থা করতে হবে।

Top