বিএনপি জনগণের নয়, এখনও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি জনগণের নয়, এখনও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত


আলোকিত বার্তা:বিএনপি জনগণের নয়, এখনও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ‘সমগ্র পৃথিবীর মানুষ এখন করোনাভাইরাস নিয়ে চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে যে প্রতিকার ও শনাক্তকরণ ব্যবস্থা নেয়া হয়েছে, তার মাধ্যমে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত প্রক্রিয়াধীন অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিন্তু বিএনপির বক্তব্যে মনে হচ্ছে তারা করোনাভাইরাস নিয়ে শঙ্কিত নয়, বরং চিন্তিত খালেদা জিয়াকে নিয়ে। দেশের মানুষ যেটা নিয়ে চিন্তিত সেটা নিয়ে বিএনপি চিন্তিত নয়, এটি তাদের বক্তব্যের মাধ্যমে মনে হচ্ছে।আমি বিএনপিকে অনুরোধ জানাবো, যদি জনগণের রাজনীতি করতে চান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত না হয়ে দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন’-বলেন তথ্যমন্ত্রী।

মুজিববর্ষে বিএনপির রাজনীতি কেমন হওয়া উচিত এমন প্রশ্নে তিনি বলেন,ব্যক্তিগতভাবে মনে করি মুজিববর্ষে হিংসা ও বিদ্বেষের নিরসন প্রয়োজন। খালেদা জিয়া হিংসার রাজনীতি করেন। তার জন্ম তারিখ পাল্টে, যেদিন জাতির পিতাকে হত্য করা হয়েছিল, সেদিন ভুয়া জন্মদিন পালন করেন। তার সরকার যখন ক্ষমতায়, তখন বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল।যারা ঘৃণা ও হিংসার রাজনীতি করে, দেশের মানুষ নিয়ে তারা চিন্তা করে না।করোনাভাইরাসের বিষয়ে রাজনৈতিক বিরোধী পক্ষের পদক্ষেপ কেমন হওয়া উচিত প্রশ্নে মন্ত্রী বলেন,শুধু করোনা ইস্যু নয় যে কোনো জাতীয় ইস্যুতে দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।বিমানবন্দরে করোনা স্ক্যানিংয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সবাইকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি চিকিৎসক নই, সে কারণে টেকনিক্যাল উত্তর দিতে পারবো না। তবে যতটুকু জানি, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ১৫ দিন পর শনাক্ত করা যায়। চীনে এটির উৎপত্তি কিন্তু যুক্তরাষ্ট্র, যাদের উন্নত সব প্রস্তুতি ছিল, তারাও করোনাভাইরাস ঠেকাতে পারেনি। ইতালিতেও গেছে। তারা এতো কিছু প্রস্তুতি নিয়েও এই যাওয়াটা ঠেকাতে পারেনি। সেখানে বাংলাদেশ যতটা ঠেকিয়ে রেখেছে, সেটি অন্য অনেক দেশের চেয়ে ভালো প্রস্তুতিরই স্বাক্ষর।

Top