মারামারির সময় কোথায় পায় শিক্ষার্থীরা? প্রশ্ন তুলে এ ধরনের ঘটনাকে একেবারেই অপ্রত্যাশিত
আলোকিত বার্তা:যেখানে বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে মারামারির সময় কোথায় পায় শিক্ষার্থীরা? খোদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন প্রশ্ন তুলে এ ধরনের ঘটনাকে একেবারেই অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন।রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
শুক্রবার দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের দেখতে যান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি আমি একেবারেই ভাবতে পারছি না। শুনেছি একজন শিক্ষার্থী নাকি সবগুলো ছেলেকে ছুরিকাঘাত করেছে। এটি কীভাবে করেছে, কেন করেছে, সেটি খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় তিনি ডাক্তারদের কাছ থেকে তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।এর আগে গতকাল দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।সংঘর্ষের পর ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, ‘কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।