যেকোন ধরণের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করতে নির্দেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যেকোন ধরণের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করতে নির্দেশ


আলোকিত বার্তা:যেকোন ধরণের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোন যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

উল্লেখ্য, ছাত্রলীগের লোগো ব্যবহার করে সংগঠনের বাহিরের অনেকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এমন অভিযোগ আসায় লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।

Top