মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ
জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্থানে হরতাল, বিক্ষোভ, আগুন, ভাঙচুর, কুশপুত্তলিকা দাহ, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। নড়াইল-মাগুরা সীমান্তে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৮ জন। মেহেরপুরে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে। বরগুনা-১ আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দুজন। রাজধানীর গুলশান কার্যালয়ে সোমার ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরই মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা রাস্তায় নেমে আসেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল : নড়াইল-মাগুরা সীমান্ত এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন পাওয়া না-পাওয়া নিয়ে বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মশাখালী গ্রামের তৌহিদ মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যার নেতৃত্বাধীন একটি গ্রুপ নিতাই রায় চৌধুরীর পক্ষে অবস্থান নেয়। অপরদিকে মোবারকপুরের নজরুল মোল্যা ও মশাখালীর আলমগীর ফকিরের নেতৃত্বে অপর গ্রুপটি রবিউল ইসলাম নয়নের পক্ষ নেয়। মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই দুপক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষে তিনজন আহত হন। এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়, এতে অন্তত ১৫ জন আহত হন।
মাগুরা : মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন অনুসারী বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাত ১০টায় তারা আড়পাড়া বাজারে বিএনপি অফিসের সামনে মাগুরা-যশোর সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।
মেহেরপর : গাংনীতে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত গাংনী বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৯টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং জাভেদ মাসুদ মিল্টনের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে প্রার্থী ঘোষণার পর গাংনী উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক এমপি আমজাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা গাংনী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন।
গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার গৌরীপুর জংশনে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হিরণ সমর্থকরা। নেতাকর্মীরা এ সময় রেলপথ আটকে দিয়ে ট্রেনের সামনে শুয়ে পড়েন। এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান। এছাড়া দুপুরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় মিছিল।
সাতক্ষীরা : অধ্যাপক ডা. মো. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার নলতা এলাকা। মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বেলা ১১টায় নলতা হাসপাতাল মোড়ে নলতা ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের অংশগ্রহণে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
টাঙ্গাইল ও ঘাটাইল : জেলার আট সংসদীয় আসনের মধ্যে সাতটির প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনে এখনো প্রার্থী ঘোষণা না করায় নিজেদের প্রার্থীর পক্ষে শোডাউন করেছেন তাদের অনুসারীরা। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল করেছেন তার অনুসারীরা। বিকালে পৌর উদ্যান থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেওয়ায় উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা মনোনয়ন পাওয়া এসএম ওবায়দুল হক নাসিরকে বহিরাগত দাবি করে তারা স্লোগান দেন। মঙ্গলবার বিকালে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বিজয় ৭১ (কলেজ মোড়) চত্বরে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন। এ সময় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে বিক্ষোভ করেন কর্মী-সমর্থকরা।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়নবঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। এতে ফুঁসে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে প্রায় ৪ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আমতলী (বরগুনা) : বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে মনোনয়নবঞ্চিত হওয়ায় আমতলী-তালতলী উপজেলা থেকে সাবেক সংসদ-সদস্য মতিয়ার রহমান তালুকদার ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের এপিএস ওমর আব্দুল্লাহ শাহীন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, আমতলী-তালতলীর ভোটাদের সঙ্গে নিয়ে তাদের দাবি পূরণে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব। মতিয়ার রহমান তালুকদার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে লড়ব। আমতলী-তালতলীর মাটি ও মানুষের নেতা আমি। আমার হারানোর কিছু নেই।
নওগাঁ : নওগাঁ-৪ (মান্দা) আসনে ডা. ইকরামুল বারী টিপুকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন অপর মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এমএ মতিনের সমর্থকরা। মঙ্গলবার বিকালে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ও লাকসাম-মনোহরগঞ্জ : কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে মনোনয়নবঞ্চিত আমিনুর রশীদ ইয়াছিন সমর্থকরা সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে। মঙ্গলবার রাতে নগরীর পূবালী চত্বর এবং বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেন। এর আগে সোমবার রাতেও নেতাকর্মীরা কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও বন্ধ রাখেন। এছাড়া কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত আনোয়ার-উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার সমর্থকরা। মঙ্গলবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলাবাজারে অবরোধ ও বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমারকালী হলবাজার বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মূল শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে টায়ার পুড়িয়ে পুনরায় হলবাজার গিয়ে শেষ হয়।