ইনু-হানিফসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইনু-হানিফসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন


মোহাম্মাদ মুরাদ হোসেন:গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় একই দিন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে।জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিকে অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু।এ মামলায় একমাত্র আসামি ইনু। তাকে রোববার ট্রাইব্যুনালে তোলা হয়। ইনু ট্রাইব্যুনালকে উদ্দেশ করে বলেন,আপনি ন্যায়বিচার করবেন।

আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তারা পলাতক। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। অপরদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।

নির্দোষ দাবি ইনুর : ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। পরে ইনুর কাছে ট্রাইব্যুনাল জানতে চান,তিনি (ইনু) অভিযোগগুলো শুনতে পেয়েছেন কি না। জবাবে ইনু জানান, তিনি কিছু শুনতে পেয়েছেন, কিছু শুনতে পাননি। অভিযোগ থেকে অব্যাহতির আবেদন সম্পর্কে জানতে চান ইনু। ট্রাইব্যুনাল বলেন, তার (ইনু) আবেদন গ্রহণ করেননি। এরপর ইনু বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও বলেছেন গায়েবি মামলা হচ্ছে। তাদের এমন কথা শুনে আমি (ইনু) খুশি হয়েছিলাম। আমার বিরুদ্ধে সিএমএম কোর্টে গায়েবি মামলা হয়েছে। সেটার ঝাপটা এসেছে ট্রাইব্যুনালে। আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ। ৩০ নভেম্বর এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের তারিখ ধার্য করা রয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার ও প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন : এদিকে একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক সংসদ-সদস্য মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলার সব আসামি পলাতক থাকায় কোন আসামির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা ট্রাইব্যুনালে বিস্তারিত পড়া হয়নি। ট্রাইব্যুনাল বলেন, যেহেতু আসামিরা উপস্থিত নেই, ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পঠিত বলে গণ্য হবে। এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে ২৫ নভেম্বর।

চানখাঁরপুলে ছয়জন হত্যা মামলায় সাক্ষ্য দিলেন সিআইডির ২ ফরেনসিক বিশেষজ্ঞ : জুলাই গণ-আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এদিন বেলা সাড়ে ১১টার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমে সাক্ষ্য দেন ফরেনসিক বিশেষজ্ঞ রোকনুজ্জামান। তিনি পুলিশ পরিদর্শক হিসাবে সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত রয়েছেন। পরে জবানবন্দি দেন একই সংস্থার ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। সাক্ষ্যে এ মামলায় উদ্ধার করা আলামত যাচাই-বাছাইয়ের বর্ণনা দেন তারা। পরে তাদের জেরা করেন পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এখন পর্যন্ত এ মামলায় ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও বিএম সুলতান মাহমুদ।

Top