আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আরেক কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এই নির্বাচনে যারা ভালো দায়িত্ব পালন করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। আর তাহমিদা আহমদ বলেন, অতীতে অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কিছু করেছেন। এবার এসব করা যাবে না। আর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ইউএনওদের সুষ্ঠু পরিবেশের আবহ এখন থেকে তৈরির নির্দেশনা দেন। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ইউএনওদের কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের উদ্দেশে নির্বাচন কমিশনাররা বলেছেন, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনো অন্যায় আদেশ মানা যাবে না। বিগত তিনটি নির্বাচনে অন্যায় আদেশ মানার পরিণতিও তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বুধবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিটিউটে (ইটিআই) ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা এসব কথা বলেন। এসব কর্মকর্তা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।ইউএনওদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, কারও অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না। সম্পূর্ণ আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে।

আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনসংশ্লিষ্ট ৯ থেকে ১০ লাখ ব্যক্তিকে প্রশিক্ষণ দিচ্ছে ইসি। এরই অংশ হিসাবে ইউএনওদের প্রশিক্ষণ শুরু হলো। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের নির্দেশনা দেন সিইসি ও চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিব। ইটিআই মহাপরিচালক মো. হাসানুজ্জামানও এসময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং নির্বাচন কমিশনও কিন্তু কারও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ ও হুকুম দিব না। আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে পালন করবেন।নির্বাচনে ইউএনওদের কাছে যে দায়িত্ব থাকবে তা সঠিক ও সমন্বিতভাবে পালনের নির্দেশ দেন সিইসি। তিনি বলেন, যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের এই দুরবস্থার মূল কারণ হলো- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই।

নির্বাচনে উপজেলা পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন এবং এই সমন্বয়টা খুবই জরুরি। কোনো ক্রাইসিস হলে শুরুতেই ট্যাকেল করার যে চেষ্টা, তা আপনারা নেবেন। সবকিছু শেষ হওয়ার পরে যখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটকেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদের নিশ্চিত করতে হবে।ভালো নির্বাচন না করার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের ব্যাপারে মানুষ অসন্তুষ্ট। অভিযোগ এলো যে, রাতেই ভরা হয়ে গেছে। ভোটটা রাতেই হয়ে গেছে। কি তাজ্জব কথা- কে করল? নির্বাচন কমিশন কি গিয়েছে? যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতাম, তাহলে কি এই নির্মম পরিণতি দেখতে হতো? খোদা না করুক, এই ইলেকশন যদি আমরা ভালো না করতে পারি, তাহলে অত্যন্ত নিন্দিত জাতি হিসাবে পরিণত হবো।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মাঠ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পক্ষপাতিত্ব করা যাবে না। এখন থেকে মোবাইল কোর্ট রেগুলার করতে হবে। এই নির্বাচনে যারা ভালো দায়িত্ব পালন করবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা তুলে ধরে নির্বাচন কমিশনার জানান, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। এখন সততা-নিষ্ঠা দেখানোর সুযোগ। ইউএনওদের নেৃতৃত্ব, দক্ষতা, নিরপেক্ষতা ও মনোভাবের ওপর নির্ভর করবে সামগ্রিক নির্বাচনের অবস্থা।ইউএনওদের সাহসী কিন্তু অতি সাহসী না হওয়ার পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, ‘সাহসী হবেন, তবে অতি সাহসী না। আগের প্রশিক্ষণ ভুলে যেতে হবে, সেটা ডিলিট করে দেন। আগের নির্বাচন আমরা সবাই মিলে নষ্ট করেছি। এখন সবাই মিলে ভালো নির্বাচন করতে হবে।আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর সার্বিক বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে আসবে। এটার জন্য আমরা অপেক্ষা করব না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আবহটা এখন থেকেই তৈরি করতে হবে। তিনি জানান, পোস্টাল ভোটিংয়ের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমরা অনলাইনে নিয়ে গেছি। এটা এই মুহূর্তে ট্রায়ালে। আশা করছি ১৬ নভেম্বর নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। ইসি সচিব আখতার আহমেদ এবার ভালো নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন।

Top