গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করেছে ছয়টি ইসলামী রাজনৈতিক দল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করেছে ছয়টি ইসলামী রাজনৈতিক দল


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:জুলাই সনদ বাস্তবায়ন,গণভোট,পিআরসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করেছে ছয়টি ইসলামী রাজনৈতিক দল।গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন করে এ রাজনৈতিক দলগুলো।মানববন্ধন চলাকালে দলগুলোর নেতৃবৃন্দ যেসব পাঁচ দফার দাবি জানায় তা হচ্ছে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেয়া,অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড(সবার জন্য সমান সুযোগ)নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি চোখে পড়েনি।এসব দলগুলো রাজধানীর বিভিন্ন স্থানে খ- খ-ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিকে কেন্দ্রকরে মৎস্য ভবন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতিঝিলস্থ শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন। এতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, অ্যাডভোকেট রবকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম মুফতি মোস্তফা কামাল ও মাওলানা লোকমান হোসাইন জাফরি ও কে এম শরীয়াতুল্লাহ বক্তব্য রাখেন।অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে গতকাল পুরানা পল্টন মোড়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নুর হোসেন, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, মল্লিক মোহাম্মদ কেতাব আলী, হুমায়ুন কবির আজাদ। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা দৈনিক বাংলার মোড়ে, যাত্রাবাড়ী, আসাদগেট ও টেকনিক্যাল মোড়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে। দৈনিক বাংলার মোড়ে মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আরো বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আনোয়ার হুসাইন রাজী, মোহাম্মদ আব্দুল আজিজ। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাকর্মীরা পাঁচ দফা দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অবস্থান করে বক্তব্য রাখেন। মহানগর আমির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনায় ছিলেন মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি দ্বীনে আলম হারুনী। অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল মাজেদ আতহারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। এতে আরো বক্তব্য রাখেন আনওয়ারুল কবীর, নরসিংদী জেলা আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আশরাফুল আলম, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা সালাহউদ্দিন ও ছাত্রসমাজের সভাপতি বি এম আমীর জেহাদি। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগ চৌরাস্তায় অবস্থান করে বক্তব্য রাখেন। নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা সানাউনা উল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা তৌহিদুজ্জামান, মুফতি আবুল হাসন কাসেমী, মুফতি আখতারুজ্জামান আশরাফী ও নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী।

Top