রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না
মোহাম্মাদ মুরাদ হোসেন:গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে। রাজনৈতিক ভুলের কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না।মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের। দেশের জনগণ ও আমরাও আর ফ্যাসিস্ট দেখতে চাই না। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পরে আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি। আগামী জাতীয় নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে। গত ১৫ বছর একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি ও সবকিছুকে ধ্বংস করেছে। সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার।
নির্বাচন ও ভিন্নমত নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের সঙ্গে যারা একসঙ্গে ফ্যাসিস্ট সরকার পতনের লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই ভিন্নমত পোষণ করছেন। এটা তারা করতেই পারেন। দুর্ভাগ্যক্রমে যারা সংগ্রাম করেছেন, তাদের কেউ কেউ এখন নির্বাচনের আগে ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন, যা এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। কারণ তারা যে দাবিগুলো করছেন, তা নির্বাচনের পরও নির্বাচিত পার্লামেন্টে তাদের দাবিগুলো পূরণ করা সম্ভব।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনো দেশে ফেরেননি। গণতন্ত্রে ফেরার জন্য দলের কর্মীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের গণতন্ত্রে উত্তরণের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আমাদের বাংলাদেশের সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।
উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমার সংবাদকর্মী ভাইদের একটাই অনুরোধ করব, আপনারা রাষ্ট্রের একটি বড় স্তম্ভ। গণতান্ত্রিক একটি রাষ্ট্রের বড় খুঁটি হচ্ছেন আপনারা। তিনি মনে করিয়ে দেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্র টিকে থাকে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে এসময় সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।