হজের নিবন্ধনের সময় বাড়বে কি না তা জানা যাবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না তা জানা যাবে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :হজের নিবন্ধনের সময় বাড়বে কি না তা জানা যাবে আজ। আজ সউদী সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এসব কথা জানান। হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি হবে বলেও তিনি সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সউদী আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লক্ষ টাকা ফেরত পেতে যাচ্ছে ৯৯০টি হজ এজেন্সি। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএন হিসাবে অব্যয়িত পড়ে থাকা এই টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ফেরত পাচ্ছে হজ এজেন্সিগুলো।চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজের নিবন্ধনের সময় বাড়বে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এ সময় পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধিত হয়েছেন। এরপর নিবন্ধন বন্ধ রয়েছে। তিনি বলেন, আজ মঙ্গলবার সউদী সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এই বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী, সময় একটু বাড়তে পারে যদি ওনারা অ্যালাও করেন। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করবো। খালিদ হোসেন বলেন, সময় বাড়বে কি না সেটি সউদী সরকারের সঙ্গে আলোচনা করে আমরা বুঝতে পারবো। তিনি আরও বলেন, আমরা হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, অপেক্ষমাণ হজযাত্রী আর কতজন আছেন, যারা নিবন্ধনের জন্য সিস্টেমে ইনপুট দিতে পারেননি। এ তথ্য আমরা পেলে আজ সউদীর সাথে মিটিংয়ে বলবো যে এতজন হজযাত্রী নিবন্ধনের অপেক্ষায়। এবার হজে যেতে সরকারি ও বেসরকারি কোটা উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যতজন হবে ততজনই সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন। এটা নিবন্ধনের ওপর নিভর করবে।

সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আঃ আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

Top