ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, তারা তাকে নির্মমভাবে দমন করে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, তারা তাকে নির্মমভাবে দমন করে


নুর নবী জনী :ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, তারা তাকে নির্মমভাবে দমন করে। এর সাম্প্রতিক উদাহরণ হলো- গাজায় ত্রাণ পাঠানোর জন্য গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে হামলা, ত্রাণ সামগ্রী জব্দ এবং বিশ্বের ৪৪টি দেশের ৫০০ জন মানুষের এই মানবিক উদ্যোগের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেয়া।তিনি আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক নৌবহর, যার মাধ্যমে সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে এবং অংশ নিয়েছেন বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশি শহীদুল আলম, যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা।গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে বাংলাদেশের প্রতিনিধি শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল একটি বর্বর ও মানবতাবিহীন শক্তি। তারা আধুনিক বিশ্বে প্রচলিত আন্তর্জাতিক কোনো আইন মানে না।

এই মানবিক উদ্যোগে ইসরায়েলের হামলা বিশ্বজনীন ন্যায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এখন ইউরোপীয় সরকারগুলোর ভূমিকা দেখার পালা। তারা কি তাদের নাগরিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করবে, নাকি বর্বর ইসরায়েলকে প্রাধান্য দেবে- তা বোঝা যাবে তাদের পদক্ষেপে।সরকারের প্রতি আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে জোরালো পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে এই মানবিক উদ্যোগে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরকারের সোচ্চার অবস্থান নেয়া প্রয়োজন।

Top