জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রও রক্ষা পায়নি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রও রক্ষা পায়নি


আলোকিত বার্তা :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন, এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রও রক্ষা পায়নি। হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হলেও বাস্তবে কোথাও নিরাপত্তা নেই।রোববার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার সারাদিনের ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটিতেই অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকায় এই দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। হামলার কারণে গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৬ হাজার মানুষ। ইসরায়েলি বাহিনীর লক্ষ্য এখন সরাসরি গাজা সিটি দখল করা, আর সেই উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চালানো হচ্ছে বিমান হামলা। সেনারা এমনকি লিফলেট ছড়িয়ে জানাচ্ছে, শহর ছেড়ে পালিয়ে যেতে হবে।প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলি বিমান হামলার মাত্রা এতটাই ভয়াবহ যে, প্রায় প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা পড়ছে। এতে মানুষকে সরে যাওয়ার কোনো সুযোগই মিলছে না। সাংবাদিক হানি মাহমুদের ভাষায়, “হামলার ধরন ও গতি স্পষ্ট করছে, ইসরায়েলি সেনারা ঘনবসতিপূর্ণ এলাকায় আশ্রিত বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে।” বর্তমানে গাজার পশ্চিমাংশে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ জড়ো হয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “অবরোধ আর লাগাতার হামলার মধ্যে গাজা সিটির বাসিন্দারা এখন অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।” হাসপাতালগুলোতেও চাপ চরমে। আল-শিফা হাসপাতালের প্রধান ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানান, মানুষ পূর্ব দিক থেকে পশ্চিমে ছুটে যাচ্ছেন। কিন্তু দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি ক্যাম্প ও দেইর আল-বালাহ ইতোমধ্যেই গাদাগাদি ও অমানবিক পরিস্থিতিতে ভুগছে, আর সেখানে ইসরায়েলি হামলাও চলছে। ফলে অনেকে আবার গাজা সিটিতেই ফিরে আসছেন।হামলায় ধ্বংস হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রও। এতে হাজারো বাস্তুচ্যুত মানুষ আরও বিপাকে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। হামলার পর ইসরায়েল দাবি করেছে, গাজা সিটি থেকে ইতোমধ্যেই আড়াই লাখের বেশি মানুষ পালিয়েছে। তবে বাস্তবে এখনও প্রায় ৯ লাখ মানুষ গাজা সিটিতেই অবস্থান করছেন।শনিবারের হামলায় নিহতদের পরিবারগুলো এখন শোকের সাগরে ভাসছে। ঘরবাড়ি ধ্বংস হওয়ায় হাজারো মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। দক্ষিণাঞ্চলে নিরাপদে যেতে না পারায় তারা আবার ফিরে আসতে বাধ্য হচ্ছেন। ফলে গোটা গাজা সিটি এখন যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

Top