একদিনে গ্রেপ্তার ১৮৮০ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে গ্রেপ্তার ১৮৮০


মোহাম্মাদ নাসির উদ্দিন : মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৯৫ জন এবং অন্যান্য অপরাধে ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অপরাধে আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযানের সময় একটি একনলা বন্দুক, তিনটি পুরাতন পাইপগান, তিনটি চাপাতি, ছয়টি ছুরি, দুটি বার্মিচ চাকু, ছয়টি এলজি, তিনটি চাকু, কার্তুজ ৯ রাউন্ড, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।এএইচএম শাহাদাত হোসেন জানান, দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top