পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে এ সুযোগ দিল কমিশন।ইসির এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো হয়েছেপরিপত্রে প্রবাসীরা ভোটার হতে চাইলে প্রয়োজনীয় দলিলপত্রের সঙ্গে মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দিতে হবে। পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে ‘বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র’ জমা দিতে হবে।বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ওইসব তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা ভোটার হতে পারবেন। প্রবাসীদের ভোটার হতে যেসব কাগজপত্র দিতে হবে, তার মধ্যে রয়েছে-অনলাইনে পূরণ করা আবেদনপত্র (ফরম-২ক), পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি, আবেদনকারীর বাবা-মায়ের এনআইডির কপি, বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, শিক্ষা সনদের কপি, আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক), সংশ্লিষ্ট ঠিকানা সংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)। এসব দলিলাদি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে এসব দলিল তদন্ত কর্মকর্তা বা নিবন্ধন কর্মকর্তার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) কাছে জমা দেওয়া যাবে।বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। এমন তৎপরতার মধ্যে প্রবাসীদের ভোটার করার বিষয়টি সহজ করার সিদ্ধান্ত এলো।

Top