নির্বাচনই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :নির্বাচনই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।তারেক রহমান বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে বলে। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে প্রশ্ন জেগেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সহজ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে সরকার ও রাষ্ট্র শক্তিশালী হবে না। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে।

Top