সরব ছাত্র সংগঠনগুলো,মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৬৫ জন
নুর নবী জনী: গতকাল সোমবার দুপুরের পর থেকে সিনেট ভবনে ভিড় করেন একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। কেউ কেউ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন, আবার কেউ মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা।
প্যানেল চূড়ান্ত করেনি ছাত্রদল : মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনো প্যানেল ঘোষণা করেনি জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জানান, আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। কারা কোন পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। সংগঠনটির পক্ষে ফরম নিয়েছেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিম, আরিফুল ইসলাম, মুমিনুল হক জিসানসহ একাধিক নেতা। বিকেলে এক সংবাদ সম্মেলনে তানভীর বারী হামিম বলেন, তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ওবায়দুল্লাহ রেদওয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক পদে জারিফ রহমান মনোনয়ন নিয়েছেন। এদিকে ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যরা। গতকাল মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা। তারা অভিযোগ করেন, ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ছাত্রশিবির গতকাল সোমবার ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহ-সভাপতি (ভিপি) পদে রয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান। এক সংবাদ সম্মেলনে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ জানান, মঙ্গলবার (আজ) প্যানেলের নাম ও ইশতেহার ঘোষণা করা হবে। ঘোষিত প্যানেলে ফাতিমা তাসনীম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন), নুরুল ইসলাম সাব্বির (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), ইকবাল হায়দার (বিজ্ঞান ও প্রযুক্তি), উম্মে সালমা (কমনরুম ও ক্যাফেটেরিয়া), খান জসীম (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), আরমান হোসেন (ক্রীড়া), আসিফ আব্দুল্লাহ (ছাত্র পরিবহন), শরিফুল ইসলাম মুয়াজ (সমাজসেবা সম্পাদক) প্রার্থী হয়েছেন। এছাড়া গবেষণা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকারসহ বিভিন্ন সম্পাদকীয় ও ১৩টি সদস্য পদে প্রার্থী দিয়েছে সংগঠনটি।
স্বতন্ত্র প্যানেল: জুবায়ের-মুসাদ্দেক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক এবি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ আংশিক স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন। ভিপি ও জিএস পদ বাদ দিয়ে তাদের ১২–১৩ সদস্যের প্যানেলে থাকছেন আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খানসহ ক্যাম্পাসের পরিচিত কয়েকজন ছাত্র নেতা। মুসাদ্দেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এবং জুবায়ের সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন। মুসাদ্দেক বলেন, প্রায় ৭ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থে সতর্কভাবে প্রার্থী বাছাই করে ভোট দিতে হবে।
ছাত্র অধিকার পরিষদ: ‘ডাকসু ফর চেঞ্জ’
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেলের নাম দিয়েছে ‘ডাকসু ফর চেঞ্জ’। ¯েøাগান— ‘ভোট ফর চেঞ্জ’। প্যানেলে ভিপি পদে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম প্রতিদ্ব›িদ্বতা করবেন। এছাড়া সম্পাদক পদে আছেন শাকিল খান (বিজ্ঞান ও প্রযুক্তি), আরিফুর রহমান মজুমদার (সমাজসেবা), মুক্তার হোসেন (ক্রীড়া), আশিক হৃদয় আহমেদ (মুক্তিযুদ্ধ), রাকিব হোসেন গাজী (স্বাস্থ্য ও পরিবেশ), ইশতিয়াক আহমেদ (মানবাধিকার), সিয়াম ফেরদৌস ইমন (গবেষণা ও প্রকাশনা)। সদস্য পদে মনোনয়ন নিয়েছেন রাহাত, রেজোয়ান, মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, নোমান, রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।
উমামা- সাদির নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভ‚ঁইয়ার নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা হতে পারে বলে জানা গেছে। আজ মঙ্গলবার চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এতে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে আল সাদী ভ‚ইয়া এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে জানা গেছে। উমামা বলেন, আমরা শিক্ষার্থীবান্ধব প্যানেল ঘোষণা করব।
ইমিকে সামনে রেখে বামপন্থী প্যানেল:
বামপন্থী ছাত্র সংগঠনগুলো শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে ইমি, জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এজিএস পদে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মোজাম্মেল হক প্রার্থী হয়েছেন। তাদের প্যানেলে অন্তত ১১ জন নারী, ২ জন আদিবাসী ও ১ জন প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন, যারা বিগত আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। পূর্ণাঙ্গ প্যানেল আজ মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
বাকের-কাদেরের নেতৃত্বে বাগছাস প্যানেল:
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহŸায়ক আবু বাকের মজুমদার ও ঢাবি শাখার আহŸায়ক আব্দুল কাদেরের নেতৃত্বে প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি জিএসের পরে এজিএস পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন সংগঠনটির নারী নেত্রী আশরেফা খাতুন। সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান জানিয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। তবে ইতিমধ্যে মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাস্সির, সদস্য সচিব জাহিদ আহসান, আহŸায়ক বাকের মজুমদার, ঢাবি শাখা আহŸায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি ও আশরেফা খাতুনসহ অনেকে।
ইসলামী ছাত্র আন্দোলন: আগেই সম্ভাব্য প্যানেল ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত ৭আগস্ট সম্ভাব্য প্যানেল ঘোষণা করে। ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মুহাম্মদ আলাউদ্দিন প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে জানানো হয়।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. জসিম উদ্দিন খান জানান ডাকসুতে মোট মনোনয়ন সংগ্রহ ৫৬৫ জন। হল সংসদে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দিন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩ জনসহ মোট ১২২৬ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।