পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআইয়ের নথি চেয়ে এনবিআরে চিঠি
মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:সরকারের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের ব্যক্তিগত প্রতিষ্ঠান ও তহবিল সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত ‘সূচনা ফাউন্ডেশন’ এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) থেকে দান ও অনুদানের নথি চেয়ে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে। এই নথিপত্র তলবের পেছনে রয়েছে দুদকের অনুসন্ধান।২০১৬ ও ২০২৩ সালে এনবিআর আয়কর মওকুফের প্রজ্ঞাপনের আওতায় সূচনা ফাউন্ডেশনকে বিভিন্ন দান-অনুদানের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়েছিল। তবে দুদক অভিযোগ পেয়েছে যে, সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই’র মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ২০২৩ সালের ১৩ জুলাই দুদক তাদের উপপরিচালক মো. মনিরুল ইসলাম ছাড়াও সাত সদস্যের তদন্ত টিম নথি সংগ্রহ ও অনুসন্ধানের কাজ শুরু করে।
দুদকের চিঠিতে এনবিআরকে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির নথি, নথি সংরক্ষণকারী কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ও সংশ্লিষ্ট শাখার কর্মবণ্টন তালিকা প্রদান করতে। পাশাপাশি অভিযোগ রয়েছে যে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ ও সিআরআই’র ট্রাস্টি সজিব ওয়াজেদ জয়সহ অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ রয়েছে।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এনবিআর সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল করে। গত ২০ মার্চ দুদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করে। একই দিনে পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে ভুয়া যোগ্যতা প্রদর্শনের অভিযোগে আরও একটি মামলা করা হয়।অভিযানের অংশ হিসেবে ২০২৩ সালের ২৯ জানুয়ারি দুদক সূচনা ফাউন্ডেশনে অভিযান চালায়, যেখানে অফিসিয়াল ব্যাংক হিসাব এবং বড় অঙ্কের সন্দেহভাজন লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল কার্যালয় খুঁজে পাওয়া যায়নি।সূচনা ফাউন্ডেশন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মানসিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।