১০ মাসে সাড়ে সাত হাজার গ্রেফতার, ৫০০ অস্ত্র উদ্ধার - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ মাসে সাড়ে সাত হাজার গ্রেফতার, ৫০০ অস্ত্র উদ্ধার


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় ১০ মাসে বিভিন্ন মামলায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেফতার এবং পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে র‌্যাব।শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান এ তথ্য দেন।র‌্যাব বিলুপ্ত বা পোশাক পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে চিন্তা করার সময় নেই। কীভাবে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো থাকে এ নিয়ে কাজ করা হচ্ছে।পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতারের তথ্য দিয়ে তিনি বলেন, ঘটনার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে ১১ খণ্ড করার অভিযোগে স্বামী সুমনকে খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার উড়ো খবর দিয়ে যাত্রা স্থগিত করার ঘটনায় তিনজনকে গ্রেফতারের তথ্য দিয়ে র‌্যাবপ্রধান বলেন, প্রেমিকা নিয়ে বিবাহিত ছেলের যাত্রা ঠেকাতে ছেলের মা এই কৌশল নিয়েছিলেন।মব সন্ত্রাসের বিষয়ে র‌্যাবের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শহিদুর বলেন, আমরা লালমনিরহাটে আসামী ছিনতাইয়ের ঘটনায় তিনজন, কুমিল্লায় মুরাদনগরে এক নারীর শ্লীলতাহানি এবং নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করি।ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে এ বছর ৩০ জুন পর্যন্ত বিভিন্ন মামলায় আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।অস্ত্র ও গোলাবারুদ মামলায় ১৭২ জনকে গ্রেফতারের পাশাপাশি পাঁচ শতাধিক অস্ত্র এবং ১০ হাজারেরও অধিক গোলাবারুদ উদ্ধার করার তথ্য দেন।নিয়মিত ও বিশেষ অভিযানে ২৭ জন জল ও বন দস্যুকে গ্রেফতারের পাশাপাশি মানবপাচার মামলায় ৪২ জনকে উদ্ধার এবং ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

অপহরণ মামলায় পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার এবং অপহরণের শিকার প্রায় ৭৫০ জনকে উদ্ধারের তথ্য দিয়ে র‌্যাবপ্রধান বলেন, র‌্যাবের পোশাক ব্যবহার এবং ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে অবৈধ কার্যকলাপের দায়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।ছিনতাইকারী দমনে রাজধানীসহ সারাদেশ থেকে প্রায় ৫০০ ছিনতাইকারী, হত্যা ও ধর্ষণ মামলায় ২ হাজার ২০০ জন, চাঁদাবাজির ঘটনায় ৭২ জন, প্রতারণা মামলায় ৪৪ জন, কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের ১১ জন, ডাকাতি মামলায় প্রায় চারশত এবং মাদক মামলায় প্রায় সাড়ে ৩ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এ সময়ে।

Top