সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। নির্বাচনে সরকার মুখ্য ভূমিকা রাখবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সিইসি নির্বাচন কমিশনের কর্মকর্তা আইন ও বিধিবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।সিইসি বলেন, যতই নির্বাচন কমিশনকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন (সুষ্ঠু) করা সম্ভব নয়। কারণ, সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার ও প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং নির্বাচনের মধ্যে সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে। এটা ছাড়া তো সম্ভব নয়।

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কিনা-এমন প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, ঘটা করে দেখা করার বিষয় নয়। ফরমাল (আনুষ্ঠানিক) ও ইনফরমাল (অনানুষ্ঠানিক) উপায়ে সরকারের সঙ্গে আমাদের নানাভাবে যোগাযোগ হয়। নির্বাচনের সময় এলে আপনারা সবাই জানতে পারবেন, এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। তিনি বলেন, সভা ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত-এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

ভোটের কর্মপরিকল্পনা আছে জানিয়ে সিইসি বলেন, আমরা রোডম্যাপ বলব না। এটা নানাজনে নানাভাবে লেখে। কেউ সূচি বলে, কেউ রোডম্যাপ বলে। তবে এটা রোডম্যাপ না বলে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। আমাদের সেই কর্মপরিকল্পনা আছে। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে। তিনি বলেন, এতবড় একটা নির্বাচন হবে, একটা কর্মপরিকল্পনা আমাদের নিজস্ব কাজের জন্য আছে। সেটা নট ফর শেয়ারিং এভরিবডি। এটা নিজস্ব (কর্মপরিকল্পনা), সংশোধন হতে পারে, এদিক-ওদিক হতে পারে।জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ইসি। এতে চার নির্বাচন কমিশনার কর্মকর্তাদের পৃথক প্রশিক্ষণ দেন। তারা নির্বাচনি প্রস্তুতিমূলক কাজের চ্যালেঞ্জ ও করণীয় নিয়েও কথা বলেন। বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের মতামত শোনেন।

Top