জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র কমিটি ঘোষণা - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র কমিটি ঘোষণা


মোহাম্মাদ মুরাদ হোসেন: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নবগঠিত যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়া সংগঠনটির সদস্য সচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। কমিটির মোট সদস্য ১৩১ জন। গতকাল গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি তাদের সবার সামনে পরিচয় করিয়ে দেন।

কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ ইকবাল। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম। যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্যসচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।

Top