এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে


মোহাম্মাদ নাসির উদ্দিন: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশ ছেড়ে চলে গেল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। একপর্যায়ে চাপের মুখে তিনি বলেন, তাদের যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আমিই চলে যাব।দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পথরোধ করলে তাদের তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ।

জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক চলাকালে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। তারা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের বাইরে চলে যাওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বৈঠক শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় কার্যালয়ের প্রধান ফটকে স্বরাষ্ট্র উপদেষ্টার পথরোধ করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত। তিনি আরও বলেন, থানায় যারা তদবির করতে আসে তারা যেন থানায় ঢুকতে না পারে। তদবিরবাজরা যদি দোষী হয় তাদের আইনের আওতায় আনতে হবে। একজন নিরীহ লোক কোনো অবস্থায়ই যাতে হয়রানির শিকার না হয়।এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাক-ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকার কৃষকদের ভীত হওয়ার কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে তাদের ফসল ঘরে তুলতে পারবেন। চলতি মৌসুমের বোরো ধানের ফলন নির্ণয়ে ব্রি ধান-৮৮ জাতের নমুনা শস্য কর্তন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিরল উপজেলার মোকলেছপুর গ্রামে এই নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজে ধান কেটে আনুষ্ঠানিকভাবে শস্য কর্তনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম, সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বরেন্দ্র বহুমুখী সেচ কর্তৃপক্ষ-বিএমডিএ’র চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম প্রমুখ।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন কিছুদিনের মধ্যে প্রণয়ন করা হবে। কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষিসংশ্লিষ্টদের প্রচেষ্টার কারণে আমাদের ফসল সন্তোষজনক উৎপাদন হচ্ছে। গত বছর বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের চাল আমদানি করতে হয়েছে। এবার ধানের উৎপাদন ভালো হওয়ায় আমদানি করার প্রয়োজন হবে না।
বিকালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুর বিভাগীয় অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Top