ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে


মোহাম্মাদ মুরাদ হোসেন : ঢাকায় আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে ৬ ঘণ্টায় আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমেছে।আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারও (২৯ এপ্রিল) ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকায় ৬ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এসময়ে বৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য বজ্রঝড়, দমকা বাতাস, বিদ্যুৎ চমকানো। তাপপ্রবাহের সম্ভাবনা অনেক কম।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৭ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ফলে আজ ঢাকায় তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস।

Top