৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা দাবির মুখে স্থগিত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা দাবির মুখে স্থগিত


মোহাম্মাদ নাসির উদ্দিন :পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং পিএসসির প্রতিনিধি দলের সদস্যরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তারা এ কথা জানান।প্রসঙ্গত, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন একদল প্রার্থী।উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা গত ৫ ঘণ্টা সরকারের বিভিন্ন পর্যায় এবং পিএসসির চেয়ারম্যানসহ এখানে অনশন এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। তাদের যে প্রথম ও প্রধান দাবি ৮ মের পরীক্ষা পেছানো এবং পরীক্ষা স্থগিত করার বিষয়টি পিএসসির সদস্যরাই ঘোষণা করেছেন। পরীক্ষার্থীদের আরও যে সংস্কারের দাবিগুলো রয়েছে-সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি হয়েছে এবং বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি বলেন, সরকারের দুটি পিএসসি করার প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরও অনেক সংস্কারের চিন্তা সরকারের আছে। সেই বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপদেষ্টা ফাওজুল কবির খান স্যারের সঙ্গে বসবেন। তাদের মতামত দেবেন। পিএসসির পর্যায়ে যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলোও এর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সংস্কারের কাজ করবেন।আসিফ মাহমুদের বক্তব্যের আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পিএসসির প্রতিনিধি দলের সদস্য মো. জহিরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, আট তারিখের বিসিএসের লিখিত পরীক্ষা পিএসএসি স্থগিত করেছে। এছাড়াও ৪৬তম বিসিএসের প্রশ্ন ফাঁসের বিষয়েও সিআইডিকে সর্বোচ্চ সহযোগিতা করছে।

এর আগে বিকালে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনকারী শিক্ষার্থীদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন। রাজু ভাস্কর্য থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করেন উপদেষ্টাসহ পিএসসির প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, ড. মো. নাজমুল আমিন মজুমদার ও মো. জহিরুল ইসলাম ভূইয়া। আলোচনা শেষে উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এদিকে রোববার সন্ধ্যায় শিক্ষার্থীরা আট দফা দাবি আদায়ের পাশাপাশি ৪৬তম বিসিএস পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর ব্যস্ততম এ সড়কে অবস্থান নেন। এসময় শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘আর নয় চার বছরে, এবার হোক এক বছরে’, ‘জুলাইয়ের সরকার, ছাত্র কেন রাস্তায়’, ‘আবেদ গংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা ধরনের ফেস্টুন দেখা যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তারা ব্যারিকেড তুলে নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে বলেন, পরীক্ষা স্থগিত আমাদের আসল দাবি নয়। আমাদের সেই আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর অংশ হিসেবে পরবর্তী দিনের (সোমবার) কর্মসূচি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আজ সোমবার বিকাল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি গণজমায়েতের ডাক দেন।

Top