এরশাদের কবি হওয়ার মতো এখন সবাই রাজনীতিক হতে চায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এরশাদের কবি হওয়ার মতো এখন সবাই রাজনীতিক হতে চায়


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া :এরশাদের কবি হওয়ার মতো এখন সবাই রাজনীতিক হতে চায়। রাজনীতি যেন শিশুদের পুতুল পুতুল খেলা। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/ নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে’। এই গানের মতোই সবাই যেন রাজনৈতিক দল গঠন করে রাজা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে।সব শালা কবি হবে,পিঁপড়ে গোঁ ধরেছে,উড়বেই/বন থেকে দাঁতাল শুয়োর রাজাসনে বসবেই (খোলা কবিতা)। সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের লেখা কবিতা যখন কবি শামসুর রাহমানের সম্পাদিত রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক বাংলায় প্রকাশ করা হয়; তখন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি মোহাম্মদ রফিক এই কবিতা লেখেন। এই কবিতার জন্য কবিকে কারাগারে যেতে হয়েছিল। হঠাৎ করে দেশে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়ে গেছে। মানুষের অর্থ চুরি করার অপরাধে বছরের পর বছর ধরে জেলখানা দাগী অপরাধী থেকে শুরু করে সাধারণ আলু-পটোলের ব্যাপারী, সিনেমার অভিনেতাÑ কেউ পিছিয়ে নেই দল গঠনে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়ে যায়। গত ৮ মাসে নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টি এমন অন্তত ২৬টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। জুলাই-আগস্টের নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকারের পরোক্ষ পৃষ্ঠপোষকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছেন। সর্বশেষ গতকালও ঢাকাই সিনেমার অভিনেতা এবং ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামের নতুন দল গঠন করেছেন। ইলিয়াস কাঞ্চন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন দলের ঘোষণা দিলেও অধিকাংশ নতুন দলের নেতা জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি হল ভাড়া নিয়েই নতুন দলের ঘোষণা দিচ্ছেন। নতুন এই দলগুলোর বেশির ভাগেই নামই প্রায় কাছাকাছি শব্দের।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। তবে এবার এই প্রবণতা বেশি। কারণ সবাই মনে করছেন রাজনৈতিক দল গঠন করা গেলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পাওয়া যায়। তাছাড়া যদি কোনো বড় দলের সঙ্গে সমঝোতা করে একটি আসন পাওয়া যায় তাহলে কথাই নেই। এ ছাড়া গোয়েন্দা সংস্থাগুলো থেকে অর্থ পাওয়ার লোভও কাজ করে। কারণ হাসিনা রেমিজে গোয়েন্দারা টাকা খরচ করে অনেত প্যাডসর্বস্ব দল গঠন করেছিল। তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাতদৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই তা স্বার্থ ও ক্ষমতাচর্চার একটি রূপ বলেই মতো বিশ্লেষকদের। তারা। বলছেন, নির্বাচনের সময় এগোলে ‘ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে’।

গতকাল ২৫ এপ্রিল ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামের দলটি আত্মপ্রকাশ করেছে। এই দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ।

অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গত আট মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা ২৬। গতকাল নিরাপদ সড়ক আন্দোলনে নিয়ে কাজ করা ইলিয়াস কাঞ্চন নতুন দলের ঘোষণা দেয়ার আগে গত ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করে বাংলাদেশ আ-আম জনতা পার্টি, যার প্রধান ডেসটিনির মোহাম্মদ রফিকুল আমীন। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশনের মামলায় ১২ বছর কারাভোগের পর গত ১৫ জানুয়ারি জেল থেকে বের হওয়ার তিন মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন এই বিতর্কিত ব্যক্তি। প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ী হিসেবে পরিচিত আমীনের হঠাৎ রাজনীতিতে নাম লেখানোর কারণ কী? প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে জানান, রাজনৈতিক পরিচয় না থাকার কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্য অনেকে জেল থেকে ছাড়া পেলেও তিনি তা পাননি। ওনারা রাজনৈতিক লেবেল থাকলে সরকার কোনো কিছু করার আগে চিন্তাভাবনা করবে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রফিকুল আমীন বলেন, যেদিন হাসিনা পালিয়ে গেল, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ এই কয়েক দিনে ঢাকা জেল খালি হয়ে গেছে। মানুষকে দিন-রাত ছেড়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম, এত লোকের জামিন কিভাবে হলো? বলে, না জামিন হয়নি তো। এদের রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেয়া হচ্ছে।

আমি তখন সুপার সাহেবের (জেলসুপার) কাছে দৌড়ায় গেলাম। আমি তো এত বছর আটকে আছি, আমাকে ছাড়েন। বলল, আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না। আপনি যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন বা আনসারুল্লাহ বাংলা টিমও করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম। মানে ওনারা রাজনৈতিক লেবেল থাকলে ছেড়ে দেবে। বাধ্য হয়ে কারাগার থেকে বের হয়ে দল গঠন করি। এখন আমিও নেতা; এই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যারা রাষ্ট্রশাসন করবে তার কাছে পৌঁছাব।

শেখ হাসিনার শাসনের পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ২৫ এপ্রিল পর্যন্ত গত আট মাসে অন্তত ২২টি রাজনৈতিক দল ও ও চারটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশের খবর এসেছে গণমাধ্যমে। যার মধ্যে গত বছর ১১টি আর চলতি বছরের প্রথম চার মাসে আরো ১১টি নতুন দল গঠিত হয়েছে। সেই হিসেবে প্রতি মাসে গড়ে তিনটি করে রাজনৈতিক দল ও সংগঠন হয়েছে। একই নামে একাধিক ব্যক্তি দল গঠন এবং নামের সামান্য উল্টেপাল্টে দল গঠন করায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছে। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক।

নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি), সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ মুক্তির ডাক ৭১, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় বিপ্লবী পরিষদ, দেশ জনতা পার্টি, আম-জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জন-অধিকার পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার বাংলাদেশ পার্টি, জনতার দল, গণতান্ত্রিক নাগরিক শক্তি, ভাসানী জনশক্তি পার্টি ও আ-আম জনতা পার্টি (বিএজেপি)। সর্বশেষ গতকাল আত্মপ্রকাশ করে জনতার পার্টি বাংলাদেশ।

রাজনীতিতে আসা নতুন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে আলোচনায় রয়েছে এনসিপি। দলটি এখনো নিবন্ধন পায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামক যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দলটি তৈরি হয়েছে, সেগুলোও বর্তমানে সচল আছে। দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বদলি ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ উঠেছে। তরুণ নেতারা রাজনীতিতে ‘নতুন বন্দোবস্ত’ দেয়ার ঘোষণা দিলেও তেমন কিছুই দিতে পারেনি এবং অন্য পুরোনো দলগুলোর মতোই প্রচারণা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকারের পৃষ্ঠপোষকতা নেয়ার অভিযোগ উঠেছে। দলটির যেসব নেতারা কয়েক মাস আগে হলে থাকতেন, মেসবাড়িতে চৌকিতে ঘুমাতেন; রিকশাভাড়া দূরের কথা বাস ভাড়া জোগাড় করতে ঘাম ছুটত তারা এখন আলিশান ফ্ল্যাটে থাকেন। দামি গাড়িতে চলাফেরা করেন। তাদের কেউ কেউ দাবি করছেন ব্যবসায়ীরা তাদের গাড়ি উপহার দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ীরা কেন তাদের গাড়ি উপহার দিচ্ছেন সেটুকু বোঝার মতো জ্ঞান না থাকলে তারা রাজনৈতিক দল চালাবেন কী করে?

রাজনৈতিক দলের পাশাপাশি প্ল্যাটফর্মগুলো থেকে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ তৈরি হয়েছে। এছাড়াও এনসিপির গঠন থেকে বেরিয়ে আসা জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ এর এই মাসের মধ্যেই আত্মপ্রকাশের কথা রয়েছে।

প্রশ্ন হচ্ছেÑ নিয়মিতই নতুন নতুন এসব দল আর প্ল্যাটফর্ম গঠনের খবর শোনা গেলেও এগুলো সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে? এ নিয়ে ঢাকার রাস্তায় কথা হয় ভ্যানচালক মো. হারুনের সাথে। তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু টাউট শ্রেণির মানুষ মনে করে ১০ জনেও দল করণ যায়। যার যার মতো খালি দল বানাইতাছে আর করতাছে। এগিলির কোনো ইস্টিমেট আছে? এগিলা দল আমরা ভ্যান গাড়িয়ালারাও বানাইতে পারি।নতুন দলগুলোর নাম শোনা হয়েছে কিনা প্রশ্নের জবাবে চাকরিজীবী সালমা আক্তার বলেন, ‘আমি আম-জনতা বলে বাংলাদেশের সবাইকেই বুঝি। কিন্তু এটা আবার দল? জানি না।’ চা-বিক্রেতা জোছনা জানান, প্রায়ই সেখানে মিছিল দেখলেও কারা তা করছে সে বিষয়ে তার কিছু জানা নেই। মো. সবুর নামে একজন ভ্যানচালক বলেন, ‘নতুন দলের উপর ট্যাক্স ধার্য করলে এরা এভাবে রাজনৈতিক দল গঠন করত না। রাজনীতিকে এরা ছেলেখেলায় নিয়ে যাচ্ছে।বাংলাদেশে বর্তমানে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এগুলোর বেশির ভাগের নামই কেউ জানে না। তার ওপর অভ্যুত্থানের পর হিড়িক লেগেছে নতুন দল গঠনের। মূলত ভোটের সময় জোট-রাজনীতির সাথে এই প্রবণতার সংযোগ রয়েছে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নির্বাচন এগিয়ে এলে এ ধরনের দল গঠনের তোড়জোড় দেখা যায়। তবে বাংলাদেশের অতীত ইতিহাস বলছে, অনেক দল এলেও তাদের মধ্যে খুব কম সংখ্যকই দিন শেষে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।

Top