জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছেন। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খেয়াল রাখতে হবে।বুধবার বিকালে ফেনী সোনাগাজীর সাবের পাইলট স্কুলে মাঠে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারকে ‘নতুন বাড়ির চাবি হস্তান্তর’ এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়। এতে ফেনীর ৬ উপজেলার বিএনপিসহ ১১টি অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৫৮ শহিদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন।তারেক রহমান বলেন, আমাদের ভেতরে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করছে, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষক ন্যায্যমূল্য পাবেন, আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায়বিচার নিশ্চিত হবে।

সংস্কার-সংস্কার ধোয়া তুলে ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কার দীর্ঘায়িত করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী, আইনশৃঙ্খলা অবনতি ও পড়ালেখার পরিবেশ ঠিক হবে না। এসব ঠিক করতে হলে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করা। আর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জুলাই-আগস্টসহ ১৬ বছরে গণতন্ত্র মুক্তির আন্দোলনে শহিদদের আকাঙ্ক্ষা পূরণ হবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ১৬ বছরে তার সহযোগীদের দ্বারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার সব ঘটনার বিচার নিশ্চিত করতে চায় বিএনপি।

তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত বেশি সংকটে পড়বে। তিনি বলেন, বিএপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যদি সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, তাহলে যে স্বৈরাচারকে দলমত নির্বিশেষে সবাই বিতাড়িত করেছি-তারা সুযোগ পেয়ে যাবে। আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে তারা। তাই যেসব বিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি সংস্কারের কথা বলছেন তারা দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। সরকার গঠন করে হাসিনাকে ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। জনগণের সরকার গঠন না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না।তারেক রহমান বলেন, ‘সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে তারাই সংস্কার কাজ শুরু করবেন। কারণ যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবেন।’

তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা সবাইকে অনুধাবন করতে হবে। কোনো কোনো ব্যক্তি বলেন যে, নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু নির্বাচন হলে জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল, যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তাদের মাধ্যমে সমস্যার গিট্টুগুলো আস্তে আস্তে খোলা যাবে।নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে আমরা প্রতিজ্ঞা করি যে, দেশের মানুষ আমাদের সুযোগ দিলে প্রত্যেকে যে যার অবস্থান থেকে সংস্কারের ওয়াদা পূরণের চেষ্টা করব।তিনি বলেন, ‘সংস্কার যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশ তথা দেশের মানুষকে তত দ্রুত বিপদ থেকে রক্ষা করা যাবে। যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে যেটাই হোক না কেন, সেই প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই। একটিই পথ নির্বাচন।’

এর আগে শহিদ যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার এবং ছাত্র আন্দোলনে নিহত শহিদদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঞার সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ভিপি, সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নাল আবদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, বেলাল আহমেদ, রেহানা আক্তার রানু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন প্রমুখ।২০১৬ সালের ২৫ জুন উপজেলার চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সামনে র‌্যাবের গুলিতে নিহত হন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ।

Top