আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না


মোহাম্মাদ নাসির উদ্দিন :জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলংকমুক্ত করতে। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুর মাঠে জেলা জামায়াতের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শফিকুর রহমান বলেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সারা দেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাট-বাজার,বাসস্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাঁপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করছে না। কারণ তারা জানে এগুলো হারাম।জামায়াতের আমির জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহিদদের স্মরণ করে বলেন, যাদের জীবনদানে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে হবে। কোনো নিরীহ মানুষ অযথা মামলা বা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, দেশের একটি জায়গা ঠিক হলে সব ঠিক হবে। সেটি হচ্ছে নেতৃত্বে যারা থাকবেন তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। নিজের পরিবর্তনের চেয়ে জাতির পরিবর্তনে প্রচেষ্টা চালাবেন। রাজনীতিবিদদের দলের চেয়ে দেশকে প্রাধ্যন্য দিতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত এবং বিরক্ত। জনগণ আর এমন অবস্থা দেখতে চায় না।জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহব্বু জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

Top