মা, স্ত্রী ও দুই এতিম সন্তানের সম্পত্তি আত্মসাৎ করেছে একটি চক্র - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মা, স্ত্রী ও দুই এতিম সন্তানের সম্পত্তি আত্মসাৎ করেছে একটি চক্র


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হাসান আহমেদের মা, স্ত্রী ও দুই এতিম সন্তানের সম্পত্তি আত্মসাৎ করেছে একটি চক্র। এসব সম্পদের অধিকাংশই বিদেশে পাচার করে দিয়েছে চক্রের সদস্যরা। তাদের দাপটে পরিবারটি এখন দ্বারে দ্বারে ঘুরেও কোনো ন্যায়বিচার পাচ্ছে না।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী হলে সোমবার ভুক্তভোগী পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রয়াত হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে তিনি তার পরিবারের সদস্যদের মামলা দিয়ে ষড়যন্ত্র ও নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, কর্মচারী বিদ্যুৎ ঘোষ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অফিস থেকে সম্পত্তির কাগজপত্র সরিয়ে ফেলে দেবর কবির আহমেদ ও মুসা আহমেদকে নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র করে সম্পত্তি আত্মসাৎ করেছে। এমনকি সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গে যোগসাজশে মিথ্যা হত্যা মামলায় তাকে এবং তার পরিবারকে হয়রানি করে। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং পুলিশ চ‚ড়ান্ত প্রতিবেদন দেয়।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার প্রতি ন্যায়বিচার এবং তার পরিবারকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোন রুনা লায়লা ও অ্যাডভোকেট আতিকুর রহমানসহ পরিবারের সদস্যরা।

Top